রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুজ্বরের প্রকোপ কিছুটা বেড়েছে। তবে গত বছরের তুলনায় তা কম। তবে ডেঙ্গুজ্বর নিয়ে উদ্বেগের কিছু নেই। ১. সাধারণত ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা ছাড়াও ঘাম দিয়ে জ্বর আসতে পারে। এ ছাড়া শরীরে ব্যথা, মাথাব্যথা,
চেখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ হতে পারে। তবে এসব উপসর্গ না থাকলেও ডেঙ্গু হতে পারে। ২. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলছেন, এখন ডেঙ্গুর সময়, তাই অবহেলা করা উচিত নয়। ডেঙ্গুতে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.