
সফর আলীদের বিদেশ সফরনামা ও খিচুড়ি জটিলতা
প্রজেক্ট হবে, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি হবে, আর সেখানে সফর আলীদের সফরের জায়গা হবে না, তা কি কখনো হয়? লবণ ছাড়া তরকারিতে কি স্বাদ হয়? আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সচিব বিবিসির কাছে ঠিকই বলেছেন, ‘এগুলো সব প্রকল্পেই থাকে। ডিপিপিতে বিদেশে প্রশিক্ষণের একটি কম্পোনেন্ট রাখা হয়েছে মাত্র। প্রোপাগান্ডা বেশি হচ্ছে।’
সচিবের কথায় সায় দিয়ে মন্ত্রী বলেছেন, ‘যারা প্রকল্পটি বাস্তবায়ন করবে, তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। তাই কিছু বরাদ্দ রেখে প্রস্তাব করা হয়েছে।’ জাতিসংঘের এক সংস্থার বরাত দিয়ে মন্ত্রী বলেছেন, ‘ওরা আমাকেও নিয়ে গিয়েছিল কেরালা-দিল্লিতে, ওদের পয়সায় দেখে এসেছি ক্যামনে কী হয়।’