![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F750cc343-fdd0-47f5-b83f-09aa47cdb126%252FFB_IMG_1600776321560.jpg%3Frect%3D0%252C147%252C1400%252C735%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বোনের জন্য শিখেছি ইশারা ভাষা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৩
যারা কানে শুনতে পায় না, তারা কথাও বলতে পারে না। এমন মানুষের যোগাযোগের জন্য দরকার পড়ে একটি বিশেষ ভাষা। যে ভাষায় সে তার মনের ভাব প্রকাশ করবে; সেই ভাষার নামই হচ্ছে ইশারা ভাষা। তবে আমি স্বাভাবিক মানুষ হয়েও এই ভাষা শিখেছি আমার প্রয়োজনে। খানিকটা আমার বোনের প্রয়োজনেও। আমার বড় বোন তাসনিয়া তারতুসী একজন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। যার সঙ্গে আমি ছোটবেলা থেকে কথা বলতাম, আমাদের নিজস্ব ইশারা ভাষায়।
বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীদের যোগাযোগের জন্য ইশারা ভাষা সারা বিশ্বেই জনপ্রিয়। আজ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস। তবে বাংলাদেশে আলাদাভাবে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ ৭ ফেব্রুয়ারি পালন করা হয়। অনেকেই মনে করেন, ইশারা ভাষা মূলত সারা বিশ্বে একই রকম। সেটা কিন্তু ভুল ধারণা।