১৩ গ্রামের মিঠাপানির উৎস খালটি ইজারার উদ্যোগ
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারটি (চারদিকে নদীবেষ্টিত দ্বীপ) ১৩টি গ্রাম নিয়ে গঠিত। ওই গ্রামগুলোর মাঝ দিয়ে বয়ে গেছে ডিহিবুড়া নামের একটি ছোট খাল। আশপাশের নদীগুলোতে সাগরের লোনাপানি থাকলেও খালটি খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়। আর এ কারণে পুরো ইউনিয়নের মধ্যে শুধু ওই গ্রামগুলোতে রয়েছে ভিন্ন চিত্র। খালের মিঠাপানি দিয়ে ফসল ফলাতে পারেন গ্রামগুলোর কৃষকেরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উদ্যোগ
- ইজারা
- মিঠাপানির উৎস