৪ অক্টোবর থেকে চালু হচ্ছে ওমরাহ
করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে আগামী ৪ অক্টোবর থেকে ধাপে ধাপে মুসল্লিদের জন্য ওমরাহ চালু করা হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।
করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে গত সাত মাস ধরে সৌদি আরবে ওমরাহ বন্ধ রাখা হয়েছে। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত একটি বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রথম ধাপে সৌদি আরবের ৬ হাজার নাগরিক এবং বাসিন্দা ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন করতে পারবেন