কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এন্ড্রু কিশোর স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

হবিগঞ্জে কথা ও গানে স্মরণ করা হয় প্রখ্যাত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরকে। সোমবার সন্ধ্যায় শহরের সুরবিতান ললিতকলা একাডেমী মিলনায়তনে এ স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লোক সংস্কৃতি ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। বাংলাদেশ লোক সংস্কৃতি ফোরামের মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিথি ছিলেন, হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম, কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, চলচ্চিত্র প্রযোজক মনিরুজ্জামান মুকুল, সুর বিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল প্রমুখ। শুরুতে প্রয়াত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গীত জীবন নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরে সঙ্গীত পরিবেশন করেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, আকরাম আলীসহ প্রমুখ। শিল্পীরা এন্ড্রু কিশোরের বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী প্রমথ সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে