কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত নয়: পাকিস্তান সেনাপ্রধান

যুগান্তর পাকিস্তান প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

সেনাবাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে নেয়া উচিত নয়। তার মতে, দেশের রাজনৈতিক রেষারেষিতে সেনাবাহিনীকে জড়ানো উচিত না। তবে প্রয়োজন হলে বেসামরিক সরকারের কোনো সহযোগিতায় পাশে দাঁড়াবে।

গত সপ্তাহে পার্লামেন্টের নেতাদের সঙ্গে তার এক বৈঠকে এমন আলোচনা হয়েছে। সিনিয়র এক সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

গিলগিট বালিস্তান ও ন্যাশনাল একাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) ভূমিকা নিয়ে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন পার্লামেন্টারি নেতারা।

এতে উপস্থিত ছিলেন পিএমএলএনের শাহবাজ শরীফ, খাজা আসিফ ও আহসান ইকবাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও