You have reached your daily news limit

Please log in to continue


মহেশখালীতে একদিনেই ৪ মরদেহ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে মঙ্গলবার একদিনেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চারজনের মধ্যে একজন কলেজছাত্র আশরাফুল মুহাম্মদ তোফাইল, একজন পৌরসভার আলাে রাণী, একজন কক্সবাজার সদরের পিএমখালীর দেলােয়ার হােসেন, আরেকজন অজ্ঞাত। মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ সেপ্টেম্বর বাঁকখালী মােহনায় ফিশিংবােটের ধাক্কায় স্পিডবােট থেকে পড়ে নিখোঁজ হন তােফাইল। মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায় সােনাদিয়া দ্বীপের মগচর এলাকায়। এর আগে, ভােরে গােরকঘাটা বাবু দিঘিতে গােসল করতে নেমে ডুবে মৃত্যু হয় পৌরসভার বলরাম পাড়ার মনমােহনের স্ত্রী আলাে রাণীর। এছাড়া ছােট মহেশখালীর মুদির ছড়ার প্যারাবন থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে গােরকঘাটা চরপাড়ার খেয়াবাগান থেকে উদ্ধার করা হয় কিশোর দেলােয়ার হােসেনের মরদেহ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন