You have reached your daily news limit

Please log in to continue


কঙ্গোর সাহসী মোটরবাইক চালক নারী

লেদার প্যান্ট পরে আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে কঙ্গোর বেনি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মোটর বাইক চালান ইমেলডা মাম্বু৷ এখন আর তার সন্তাbদের ক্ষুধার্ত অবস্থায় রাতে ঘুমাতে যেতে হয় না৷ দশ বছর আগে মাম্বুর কৃষক স্বামী মারা যান৷ ছয় সন্তানের মা মাম্বুকে বেঁচে থাকার জন্য নতুন পথ খুঁজে বের করতে হয় ৷ মাম্বু যে শহরে বাস করে সেখানকার বেশিরভাগ মানুষই দারিদ্র্যসীমার নীচে বাস করেন৷ তাদের আয় দিনে ১.৯০ ডলারের চেয়েও কম ৷ এই পরিস্থিতিতে উপায়ান্তর না দেখে মাম্বু তার জমানো টাকা দিয়ে শহর থেকে বোডা নামে পরিচিত লাল রংয়ের একটি মোটর বাইক কিনে ফেলেন এবং সাথে সাথেই সেটা চালানো শুরু করে দেন ৷ কঙ্গোতে দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ ও অরাজকতার শেষ হয় ২০০৩ সালে ৷ বর্তমানে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইসলামি জঙ্গিদের তৎপরতা রয়েছে৷ ২০১৮ সালে রয়টার্স ফাউন্ডেশনের করা এক জরিপ অনুযায়ী নারীদের জন্য বিপজ্জনক শীর্ষ দশটি দেশের একটি কঙ্গো ৷ জাতিসংঘের এক হিসেব অনুযায়ী, দেশের পূর্বাঞ্চলে গত বছর যৌন নির্যাতনের ঘটনা শতকরা ৩৪ ভাগ বৃদ্ধি পায় ৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন