![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fe6b431b7-0da1-47fd-b263-2976763306a8%252Fgreftar_02.png%3Frect%3D0%252C53%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
পাংশায় হাতুড়ি বাহিনীর নেতা আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার
পাংশায় হাতুড়ি বাহিনীর নেতৃত্ব দেন মনোয়ার হোসেন ওরফে জনি। রিপন হাতুড়ি বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড বলে পরিচিত। তাঁকে গ্রেপ্তারে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
পাংশায় হাতুড়ি বাহিনীর নেতৃত্ব দেন মনোয়ার হোসেন ওরফে জনি। রিপন হাতুড়ি বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড বলে পরিচিত। তাঁকে গ্রেপ্তারে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।