কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩১ দিনে ৩৭৩২ কিমি পাড়ি

প্রথম আলো মঙ্গোলিয়া প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৯

দ‌ক্ষিণ মঙ্গোলিয়ার গোবি মরুভূমির একটি হ্রদের নাম বুনটসাগান। বায়নখংগুর প্রদেশের বিশাল ওই জলাধারটি পরিযায়ী পাখিদের বড় আবাস। গ্রীষ্মে ওই হ্রদে পালাসি কুড়া ইগল খাবার ধরে খায়। শীত নামার আগেই ইগলগুলো পাড়ি জমায় বাংলাদেশের হাওর এলাকায়। পালাসি কুড়া ইগলের এই যাত্রার কথা এত দিন আমরা অনুমান করতাম। কিন্তু এবার সত্যি সত্যিই পাখিটির পরিযায়নপথ আবিষ্কৃত
হলো। কীভাবে তা সম্ভব হলো, সেই গল্পটাই আজ বলব।

একটি মেয়ে কুড়া ইগলের গায়ে গত ২০ আগস্ট স্যাটেলাইট যন্ত্র বসানো হলো। বৈজ্ঞানিক পদ্ধতিতে কুড়া ইগলের পরিযায়ন–রহস্য বের করাই এর প্রধান উদ্দেশ্য। দক্ষিণ মঙ্গোলিয়ায় আমার পাখি গবেষক বন্ধু ব্যাটমুনখ দাভারাসেন এই অসাধারণ কাজটি করেছেন। এর আগে এ বছরের মার্চ মাসে টাংগুয়ার হাওরে পালাসি কুড়া ইগলের গায়ে স্যাটেলাইট যন্ত্র বসানোর কথা ছিল। করানোকালে আমাদের আরেক গবেষক লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাস বাংলাদেশে আসতে না পারায় তা আর হলো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও