![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/22/50eb32cec9521858d818f1a0cecf3047-5f69bbac043e4.jpg?jadewits_media_id=689761)
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নওশেরকে শেষ বিদায়
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই (তৎকালীন ঢাকা স্টেডিয়াম) ক্যারিয়ারের একটা বড় সময়কেটেছে নওশেরুজ্জামানের। এই মাঠে রয়েছে তার অনেক কীর্তি- হোক সেটা জাতীয় দল কিংবা ক্লাব। সব খানেই ছিল তার সমান আধিপত্য। এমনকি ক্রিকেটেও ছিলেন পারদর্শী।যে মাঠে তার এতসব কীর্তি, সেখানেই আজ শেষ বিদায়।