কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারীর প্রতি বৈষম্য, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ

দৈনিক আজাদী প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১

.tdi_2_964.td-a-rec-img{text-align:left}.tdi_2_964.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ইউএসএইড এর অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম ইউনিট আয়োজিত বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বাকলিয়া থানার শান্তি নগর, বগারবিল এবং এরশাদ মাঝি কলোনীর সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম ইউনিটের প্রকল্প কর্মকর্তা সাংবাদিক মুখলিসুর রহমান ফরহাদী। এসময় উপস্থিত ছিলেন তছলিমা বেগম, ফাতেমা বেগম, রহিমা বেগম, শিমু আক্তার, জেসমিন আক্তার, রাবেয়া আক্তার, হুদয়া আক্তার, আনিছা বেগম, রহিমা খাতুন, আসমা বেগম, শামশুন নাহার, রত্না বেগম, শাফিয়া বেগম, পারুল বেগম, মুন্নি বেগম, জহুরা বেগম, আয়েশা বেগম, রুনা আক্তার, আসমা আাক্তার, জোবেদা বেগম, কুলছুমা বেগম প্রমুখ। বক্তারা বলেন, নারীর অধিকার, মানবপাচার প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে সরকার কঠোর আইন তৈরি করেছে। কিন্তু জনগণের অসচেতনতার কারণে আইনের সুফল মিলছে না। এজন্য সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_e0d.td-a-rec-img{text-align:left}.tdi_3_e0d.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে