
.tdi_2_49f.td-a-rec-img{text-align:left}.tdi_2_49f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই পরিদর্শককে খুলশী ও আকবর শাহ থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলশী থানায় ওসি হিসেবে পদায়ন পেয়েছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান। অন্যদিকে আকবর শাহ থানায় ওসি হিসেবে পদায়ন পেয়েছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন। গতকাল সোমবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের এক আদেশে তাদের পদায়ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) আমির জাফর। জানা গেছে, আকবর শাহ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে সিএমপির ইন সার্ভিসিং ট্রেনিং সেন্টারের পরিদর্শক হিসেবে এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়াকে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। এর আগে পুলিশ সদর দপ্তরের এক আদেশে খুলশী থানার ওসিকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়।.tdi_3_811.td-a-rec-img{text-align:left}.tdi_3_811.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ