আসামি তাহের খানের জামিন বাতিল

দৈনিক আজাদী প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬

.tdi_2_669.td-a-rec-img{text-align:left}.tdi_2_669.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});পাহাড়তলীতে পরিকল্পিত গণপিটুনিতে নিহত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলায় আদালত তাহের খান নামে এক আসামির জামিন বাতিল করেছেন। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে জামিন আবেদন করা হলে তিনি তা নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) মো. ফখরুদ্দিন চৌধুরী। আদালত সূত্রে জানা যায়, মহিউদ্দিন সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার এক আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে তাহেরের নাম উঠে আসে। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ৮ সেপ্টেম্বর তাহের নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।.tdi_3_b69.td-a-rec-img{text-align:left}.tdi_3_b69.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত