নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ৩৪
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে শাহাদত হোসেন সিফাত (১৮) নামে আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়াল।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল। তিনি জানান, সিফাতের শরীরের ২২ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল।