৬ মাস পর খুলল তাজের দরজা, প্রথম পর্যটক এক চিনা নাগরিক!
করোনাভাইরাস দেশে থাবা বসানোর পরই সাবধানতা বশত বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের সব পর্যটন কেন্দ্র এবং ঐতিহাসিক সৌধ। সেই তালিকায় ছিল তাজ মহলও। এমনকি কড়া নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেক চিনা পর্যটককে। আশঙ্কা ছিল, তাঁদের থেকে ফের ছড়াতে পারে করোনা সংক্রমণ।
এমনকি হোটেলগুলিকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছিল চিনা নাগরিকদের গতিবিধির উপর নজর রাখার। এর পর কেটে গিয়েছে ৬ মাস। ফের পর্যটকদের জন্যে খুলেছে তাজ মহলের দরজা। আর প্রথম পর্যটক যিনি এই ঐতিহাসিক সৌধে পা রেখেছেন তিনি একজন চিনা নাগরিক। উল্লেখ্য, সোমবার প্রায় ১৮৮ দিন পর পর্যটকদের তাজ মহলে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.