আমড়ার জেলি রেসিপি
যুগান্তর
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭
গরমের এই সময়ে খেতে পারেন আমড়া। দেশি ফল আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও আঁশ, যা হজমশক্তি বাড়ায়। আমড়ায় প্রচুর ভিটামিন সি থাকায় ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধেও লড়তে পারে আমড়া। এ ছাড়া সর্দি-কাশি-জ্বরের উপশমেও আমড়া উপকারী। আস্ত আমড়া কেটে চিবিয়ে বা জুস বানিয়ে খেতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- জেলি রেসিপি
- আমড়া