কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩৯ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

দৈনিক আজাদী প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯

.tdi_2_118.td-a-rec-img{text-align:left}.tdi_2_118.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});লাগাতার অভিযানের অংশ হিসেবে সোমবার নগরীর তিন স্পটে অভিযান চালিয়েছে বিআরটিএ। অভিযানগুলোতে ৩৯ মামলায় ৪৩ হাজার ২শ টাকা জরিমানা করেছেন বিআরটিএ’র তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিআরটিএ সূত্রে জানা গেছে, সোমবার নাছিরাবাদ টেক্সটাইল মোড়ে অভিযান চালিয়ে ৯ মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। মুরাদপুরে অভিযান চালিয়ে ৭ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করেছেন আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। অন্যদিকে কাস্টমস মোড়ে অভিযান চালিয়েছেন আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। অভিযানে তিনি ২৩ মামলায় ২১ হাজার ২শ টাকা জরিমানা করেন। তন্মধ্যে করোনা সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি না মানায় ৯টিতে তিন হাজার ৯শ টাকা জরিমানা করেন।.tdi_3_889.td-a-rec-img{text-align:left}.tdi_3_889.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে