অগ্নিদুর্গতদের মাঝে চান্দগাঁও থানা যুবদলের ত্রাণ বিতরণ
.tdi_2_4c6.td-a-rec-img{text-align:left}.tdi_2_4c6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});৫ নম্বর মোহরা ওয়ার্ডের পূর্ব মোহরা আব্দুর রশিদ কেরানির বাড়িতে আগের রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন চান্দগাঁও থানা যুবদলের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক মো. গোলজার হোসেন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জমির আহমেদ মানিক, সদস্য জাহেরু মাসুদ, চান্দগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোরশেদ কামাল, খোরশেদ আলম রুবেল, ইউসুফ আলী লিটন, আজমান, ইলিয়াস, জয়নাল আবেদীন, মোহরা ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবলু, মোহরা ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক মো. মনছুর আলম, সদস্য মো. ইলিয়াস হারুন, আলী আজম, শহিদুল ইসলাম শহিদ, জুনায়েদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_fb8.td-a-rec-img{text-align:left}.tdi_3_fb8.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ