You have reached your daily news limit

Please log in to continue


দেশে করোনা শনাক্ত রোগী সাড়ে তিন লাখ ছাড়াল

.tdi_2_f7b.td-a-rec-img{text-align:left}.tdi_2_f7b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ছাব্বিশ দিনে আরও ৫০ হাজার রোগী শনাক্ত হওয়ায় দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭০৫ রোগী শনাক্ত এবং ৪০ জনের মৃত্যুর তথ্য জানায়। নতুন আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন হয়েছে। খবর বিডিনিউজের। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে; মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৯ লাখ ৬০ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে সনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন, নারী ১৩ জন। তাদের ৩৭ জন হাসপাতালে, ২ জন বাড়িতে মারা গেছেন ও ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রংপুর বিভাগের এবং ১ জন করে মোট ৩ জন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৪ হাজার ৯৭৯ জনের মধ্যে ৩ হাজার ৮৭৩ জনই পুরুষ এবং ১ হাজার ১০৬ জন নারী।.tdi_3_616.td-a-rec-img{text-align:left}.tdi_3_616.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন