বার্সেলোনায় আর্তুরো ভিদাল খেলেছেন মোটে দুই বছর। তাতেই ক্লাবের সবার প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন। সেই ভিদাল চলতি দলবদলে পাড়ি জমাচ্ছেন ইন্টার মিলানে। যাওয়ার আগে বন্ধু লিওনেল মেসির শুভেচ্ছাও নিয়ে গেলেন চিলিয়ান এই স্ট্রাইকার।