কম্পিউটারে কতটুকু র্যাম দরকার
প্রথম আলো
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০১
বর্তমানের কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোনে মোটামুটি ১ থেকে ৩২ গিগাবাইট পর্যন্ত র্যাম যোগ করতে দেখা যায়। এর কম বা বেশিও হতে পারে। তবে প্রশ্ন হলো, ঠিক কতটুকু র্যাম আপনার দরকার? স্মার্টফোনে অন্যান্য যন্ত্রাংশের (কনফিগারেশন) সঙ্গে মিলিয়ে র্যাম ঠিক করে দেয় নির্মাতা প্রতিষ্ঠান। আমাদের মূল আলোচনার বিষয় তাই কম্পিউটারের র্যাম নিয়েই।