![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/09/21/prombroto-210920-02.jpg/ALTERNATES/w640/prombroto-210920-02.jpg)
অনলাইন প্লাটফর্মে শিল্পীর স্বাধীনতা খর্ব হতে পারে: পরমব্রত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩
করোনাভাইরাসের কারণে হঠাৎ করেই অনলাইন প্লাটফর্ম নিয়ে বেশি আলোচনা শুরু হলেও অনলাইনের যাত্রা শুরু আগে থেকেই। দুই বাংলার পরিচিত মুখ পরমব্রত চট্টোপাধ্যায় অনেক আগে থেকেই সরব এই প্লাটফর্মে। এমনকী বাংলাদেশের ওয়েব কন্টেন্টেও কাজ করছেন তিনি।সম্প্রতি জিফাইভে মুক্তি পেয়েছে তার ছবি ‘টিকিটাকা’।