![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frup-photo-2-20200921192632.jpg)
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বাধা দেয়ায় তিনজনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাঁচ কিলোমিটারব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তারাবো পৌরসভার বরপা ও মাসাবো এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নুসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।