You have reached your daily news limit

Please log in to continue


কোভিড যুদ্ধে হু-র ‘মডেল’ পাকিস্তান, নেপথ্যে কি চিনেরই হাতযশ!

পরিসংখ্যানের ব্যাখ্যা নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক। তার কারণ রাজনীতি বা সমাজবিজ্ঞানে কেউ তো বলেন না যে চারশো মিলিলিটারের গেলাসে দুশো জল। একপক্ষ দেখেন অর্ধেক ভর্তি, অন্যপক্ষ বাকি আর্ধেক। তার আগের বিষয়টি আরও জটিল। দুশো মিলি মাপল কে? জল মাপাতেই কি গণ্ডগোল আছে? সেই কারণেই অনুমানভিত্তিক সত্যের সারণিতে আসে মিথ্যে, চরম মিথ্যে আর তার উপরে সর্বশক্তিমান স্ট্যাটিসটিক্স। তথ্য খুঁড়ে আবিষ্কৃত যে কোনও সিদ্ধান্তের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ধাপ, তার মধ্যে সামান্য অদলবদল করলেই নরেন্দ্র মোদীকে সিপিএম পলিটব্যুরোর সদস্য কিংবা সীতারাম ইয়েচুরিকে রামমন্দিরের প্রধান পুরোহিত বানিয়ে দেওয়া যায়, এবং বেশ আত্মবিশ্বাস সহযোগে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন