![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F10%2Fbloger.jpg%3Fitok%3D5FAYRTFR)
ব্লগার ওয়াশিকুর হত্যা : পরবর্তী যুক্তিতর্কের শুনানি ২৪ সেপ্টেম্বর
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই দিন ধার্য করেন।
আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, আজ আদালতে এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ না হওয়ায় বিচারক আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিষিদ্ধ
- জঙ্গি
- শুনানি
- হত্যা মামলা
- যুক্তিতর্ক