![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fa9d524c5-e6a5-4fbf-847f-cc841bce1d42%252F5105d442-507d-4d9f-a548-b607af6d0c15.jpg%3Frect%3D0%252C46%252C640%252C336%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
অনলাইনে টিসিবির পেঁয়াজ কেনায় ধুম, ক্রেতা বেশি ধানমন্ডি–গুলশান ও মিরপুরে
বেলা তিনটার সময় স্বপ্নের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হাসান প্রথম আলোকে জানান, দুই ঘণ্টায় তাঁরা ৪৫০ কেজি পেঁয়াজের ফরমাশ বা অর্ডার পেয়েছেন। ধানমন্ডি, গুলশান ও বনশ্রী এলাকা থেকে ফরমাশ বেশি আসছে। অভিজাত এলাকায় কেন বেশি চাহিদা, তার দুটি কারণ তুলে ধরেন সাব্বির হাসান। তিনি বলেন, ওই সব এলাকায় মানুষ অনলাইনে কেনাকাটায় বেশি অভ্যস্ত। আরেকটি বিষয় হলো, মানুষ এখন পণ্যের দাম নিয়ে ব্যাপক সচেতন।