ভালো থাকার অর্থনীতি কত বড়
প্রথম আলো
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫
করোনার মধ্যে কেউ ভালো নেই। সবার যেন মন খারাপ। দৈনন্দিন জীবনে মন খারাপকে ছুটি দিতে আমরা কত কিছুই না করি। করোনা সংকট বিশ্বজুড়েই প্রায় প্রতিটি মানুষের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করেছে।
আপনি সাজগোজ করলেন, বেড়াতে গেলেন—আপনার মনের শান্তি বাড়াবে। কর্মস্থলের পরিবেশও আপনাকে সুখে রাখবে। এমনকি নিজের ওজন কমানোও ভালো থাকার উপায়। ভালো থাকার অর্থনীতি নির্ধারণে আছে ১০টি খাত।