![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F749de4a5-8ca3-4b37-b855-9f893fdfb55d%252FCulture.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ছয় মাস পর আবার মঞ্চে পা
দীর্ঘ ছয় মাস পর আবার মঞ্চে পা পড়ল সিলেটের সংস্কৃতিকর্মীদের। গান-নাচ, আবৃত্তি, নাটক পরিবেশন করে তাঁরা আবার জমিয়ে দিলেন মঞ্চ। আলো-অন্ধকারে সংস্কৃতিকর্মীরা তৈরি করলেন এক মায়াজাল। মঞ্চের লাল-নীল-সাদা আলোয় সৃষ্ট সেই মায়ায় আটকা পড়লেন দর্শকেরা।
করোনাভাইরাসের কারণে সিলেটে এত দিন সব ধরনের সাংস্কৃতিক আয়োজন বন্ধ ছিল। তাই গতকাল রোববারের এ আয়োজন ঘিরে সংস্কৃতি-অনুরাগীদের মধ্যে ছিল উত্তেজনা।