৮৩ প্রবাসী শ্রমিকের মুক্তির বিষয়ে রুল
নানা অপরাধে ভিয়েতনাম ও কাতারের কারাগারে বন্দী ছিলেন ৮৩ বাংলাদেশি। ক্ষমা পেয়ে দেশে আসার পর তাঁদের আটক করে কারাগারে পাঠানো হয়। এই ৮৩ জনকে মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
বিশেষ ক্ষমায় ছাড়া পেয়ে ভিয়েতনাম থেকে ৮১ ও কাতার থেকে দেশে ফেরা ২ জন প্রবাসী শ্রমিককে কোয়ারেন্টিন শেষে ১ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।