নেট হবে পুজোর পরেই, জানালেন দীনেশ
দুর্গাপুজোর সময় ‘নেট’ হবে না এ রাজ্যে। তাঁকে আশ্বস্ত করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এমনটাই বলেছেন বলে সোমবার জানান তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী।
আগামী ২১, ২২ এবং ২৩ অক্টোবর ‘নেট’ হওয়ার কথা। ঘটনাচক্রে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো শুরু ২১ অক্টোবর থেকে। ওইদিন ষষ্ঠী। সেদিন দেবীর বোধন। ২২ তারিখ সপ্তমী। ২৩ তারিখ অষ্টমী। বাঙালির সংস্কৃতি ও ভাবাবেগের সঙ্গে দুর্গাপুজো ওতপ্রোত ভাবে জড়িত। যে পুজোর জন্য বাঙালিরা বছরভর অপেক্ষা করে থাকেন, সেই সময়েই কেন পরীক্ষার দিনক্ষণ কেন ঠিক করা হল, সেই প্রশ্ন তুলে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। সেই প্রতিবাদের সামনের সারিতে ছিল রাজ্যের শাসক তৃণমূল। যুব তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছিলেন, এ রাজ্যের মানুষের ভাবাবেগ এবং সংস্কৃতির সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও যোগ নেই। তারা বাঙালির আবেগকে কোনও মর্যাদাও দেয় না। সেই কারণেই দুর্গাপুজোর দিনগুলিতেই পরীক্ষা নেওয়ার মতো একটি সিদ্ধান্ত নিতে পেরেছে। তবে তখন পরীক্ষার সূচি পুনর্বিবেচনার কোনও ইঙ্গিত দেয়নি কেন্দ্র।