বিপাকে এইচএসবিসি, শেয়ারের দর কমে ২৫ বছর আগের অবস্থানে
প্রথম আলো
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯
এশিয়ার শেয়ারবাজারে হু হু করে পড়ে গেছে এইচএসবিসির শেয়ারের দর। জালিয়াতির বিষয় জানার পর বিশ্বজুড়ে কয়েক কোটি ডলার স্থানান্তর করার অনুমতি দেয় এইচএসবিসি ব্যাংক— এমন তথ্য ফাঁসের পর আজ সোমবার হংকংয়ের পুঁজিবাজারে এইচএসবিসির শেয়ারের দর পড়ে ২৫ বছর আগের অবস্থানে চলে গেছে।
আজ সোমবার কোম্পানিটির শেয়ারের দর ৪ শতাংশ কমে ৩০ ডলারের নিচে নেমে এসেছে। জালিয়াতির এই ঘটনা ছাড়াও যুক্তরাজ্য ভিত্তিক এই ব্যাংকটি হংকংয়ের রাজনৈতিক উত্তেজনা ও করোনা মহামারি সংক্রান্ত নানা ধরনের চাপের মুখে রয়েছে। এই বছরই শেয়ারটির দর কমে অর্ধেকে নেমে এসেছে। কোম্পানিটি লন্ডন স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্ত। এইচএসবিসি সদর দপ্তর লন্ডনে অবস্থিত হলেও এর অর্ধেকেরও বেশি লাভ হংকংয়ের এশীয় আর্থিক কেন্দ্র থেকে আসে।