![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F68844d48-2849-4b17-b01c-2533561b3c8c%252Ftarasutaria_72898285_253461132278454_5834712151148083053_n.jpg%3Frect%3D0%252C0%252C1080%252C567%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
যে তারা ছড়াতে পারছে না আলো
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির নায়িকা তারা সুতারিয়া। অভিনয় করেছেন ‘মারজাওয়া’ ছবিতেও। ২০১৪ সালের হিট সিনেমা ‘এক ভিলেন’–এর সিকুয়েল ‘তাড়াপ’–এ আদিত্য রাই কাপুর, জন আব্রাহাম ও দিশা পাটানির সঙ্গে দেখা দেবেন তিনি।
বড় ব্যানার, নামজাদা পরিচালকের হাত ধরে বলিউডে এসেছিলেন তারা সুতারিয়া। তাতে শেষরক্ষা হয়নি। শুরুতেই হোঁচট খেতে হয়েছে তাঁকে। বলিউডের বক্স অফিস ইতিহাসে সেরা ফ্লপ ছবির একটি ছিল তারা অভিনীত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’।