 
                    
                    শরীয়তপুরের ১৯ হাজার পরিবার
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:০২
                        
                    
                নদী এক কূল ভাঙলেও আরেক কূল গড়ে। কিন্তু নদীভাঙনে যাঁরা ঘরবাড়ি-জমি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই সব কূল হারান। এ কূল হারিয়ে অন্য কূলে আশ্রয় পাওয়ার উপায় থাকে না তাঁদের।
- ট্যাগ:
- মতামত
 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg) 
                    
                