শীর্ষ দশে প্রথম আলো
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথম আলোর পেজ দেড় কোটির দুটি মাইলফলক পেরিয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় ফেসবুকে প্রথম আলোর ভেরিফায়েড পেজে (fb.com/DailyProthomAlo) লাইকের পরিমাণ ছিল ১ কোটি ৫০ লাখ ৩ হাজার। আর অনুসারী ১ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার। এর মধ্য দিয়ে প্রতিদিন খবর পরিবেশন করে, এমন সংবাদমাধ্যমের বিশ্ব তালিকায় শীর্ষ দশে স্থান পেল প্রথম আলো।
বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশেও তা–ই। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটসের পরিসংখ্যানে গত জুন মাস পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ব্যবহারকারীর উল্লেখ পাওয়া যায়।
ফেসবুকে এখন সবচেয়ে বেশি ব্যবহারকারী থাকায় সংবাদ পাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গত বছর করা এক জরিপে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের অর্ধেকের বেশি খবর পান ফেসবুক থেকে। বাংলাদেশিদের বেলায় সংখ্যাটা কমবেশি এমনই হওয়ার কথা।
এই যে বিপুলসংখ্যক মানুষ ফেসবুকে প্রথম আলোর পেজ অনুসরণ করেন, তা নির্ভরযোগ্য সংবাদের খোঁজেই। আর সে কারণেই কোনো পোস্টে ব্যবহারকারীর সাড়া ও সম্পৃক্ততা, ফেসবুকের ভাষায় যাকে এনগেজমেন্ট বলা হয়, সে হিসাবে সংবাদমাধ্যমগুলোর মধ্যে প্রথম আলো বরাবরই এগিয়ে থেকেছে। সেটা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতেই।