![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fdbb0cf89-6d0a-41b3-a6e2-02a7e6697543%252FShafin_Hero.jpg%3Frect%3D0%252C0%252C1152%252C605%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
যেভাবে তরুণদের জন্য কাজ করছেন শাফিন আহমেদ
সম্প্রতি নিজের গাওয়া পুরোনো গানগুলো নিয়ে নতুন করে ভাবছেন মাইলসের অন্যতম ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। প্রায় এক শ গান রিমেক ও রিমাস্টারিং করে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশের প্রক্রিয়া শুরু করেছেন। সেসব গান তিনি একাই গাইছেন, তা নয়। এখনকার প্রতিভাবান তরুণ শিল্পীদের কণ্ঠেও ধারণ করছেন।
‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকিধিকি’, ‘প্রথম প্রেমের মতো’, ‘জাদু’, ‘চাঁদ–তারা’, ‘দরদিয়া’, ‘পাহাড়ি মেয়ে’, ‘পিয়াসী মন’, ‘পলাশীর প্রান্তর’ গানগুলো দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছিল। সত্তর দশকের শেষে প্রতিষ্ঠিত একটি দলের গান এগুলো, যাদের অডিও অ্যালবামের নাম শুরু হতো ‘প’ অক্ষরটি দিয়ে। সেই দল, মাইলস এ বছর প্রতিষ্ঠার ৪০ বছর উদ্যাপন করেছে। বেশ কিছু দেশে ঘুরে ঘুরে করেছে কনসার্ট। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জানিয়েছে প্রাণঢালা শুভেচ্ছা। গানগুলো গেয়েছিলেন শাফিন আহমেদ। নিজের নতুন সব গান করার পাশাপাশি তরুণ শিল্পীদের জন্য কাজ শুরু করেছেন তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- তরুণ
- প্রতিভা
- সঙ্গীত তারকা
- শাফিন আহমেদ