‘আমাকে চুপ করানোর চেষ্টা করতে এত সময় লেগে গেল!’
বলিউডের তারকাদের মধ্যে বাগ্যুদ্ধ চলছিল বেশ কিছু দিন ধরেই। এ বার সেই সংঘাত নতুন মোড় নিল এক বঙ্গতনয়ার অভিযোগকে কেন্দ্র করে। অভিনেত্রী পায়েল ঘোষ গত কালই পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বিস্ফোরক টুইট করেছেন। আর সেখানেই থেমে না থেকে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদীর কাছে আর্জিও জানিয়েছেন। পায়েলের অভিযোগের পরেই অনুরাগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মাঠে নেমেছেন কঙ্গনা রানাউত। তবে তাঁর বিরুদ্ধে আনা যৌন হেনস্থার সব অভিযোগ অস্বীকার করেছেন ‘গ্যাংগস অব ওয়াসেপুর’-এর পরিচালক। পাল্টা টুইটে নাম না করে ফের কঙ্গনাকেই নিশানা করেছেন অনুরাগ।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ও বলিউডে মাদক যোগের তদন্তকে সামনে রেখে মায়ানগরী কার্যত দু’ভাগ হয়ে গিয়েছে। রোজই পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যাচ্ছে অভিনেতা-অভিনেত্রী-পরিচালকদের। কঙ্গনা ও অনুরাগের ভিতরে টুইট-যুদ্ধ শেষ হতে না হতেই গত কাল সোশ্যাল মিডিয়ায় পায়েল লিখেছেন, ‘‘অনুরাগ কশ্যপ আমার উপর ভীষণ খারাপ ভাবে বলপ্রয়োগ করেছেন।’’ প্রধানমন্ত্রী ও তাঁর দফতরকে ট্যাগ করে পায়েল লেখেন, ‘‘দয়া করে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এক জন সৃজনশীল মানুষের আড়ালে যে দৈত্য রয়েছে, তা গোটা দেশকে দেখতে দিন।’’ টুইটারে এই অভিযোগ এনেই অভিনেত্রী লেখেন, ‘‘জানি, এর ফলে আমার ক্ষতি হবে, নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। দয়া করে আমাকে সাহায্য করুন।’’ প্রধানমন্ত্রীর দফতর এ নিয়ে কোনও কথা না বললেও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা কিছুক্ষণ পরেই টুইট করে বলেন, পায়েল চাইলে জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন। কমিশন বিষয়টি দেখবে।