কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কক্সবাজারে মাছধরা নৌকাডুবি: ১৪ জেলের সকলেই উদ্ধার

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৪

.tdi_2_5f6.td-a-rec-img{text-align:left}.tdi_2_5f6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজার শহরের বঙ্গোপসাগর উপকূলে ১৪ জেলে নিয়ে একটি মাছধরা বোটডুবির ঘটনা ঘটেছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহরের ডায়াবেটিক পয়েন্ট সৈকত সংলগ্ন উপকূলে এ ঘটনা ঘটে। বোটডুবির পর সকল জেলেই সাঁতার কেটে নিরাপদে কূলে ফিরে আসে বলে জানায় জেলা ফিশিং বোট মালিক সমিতি। জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ জানান, বোটডুবির ঘটনায় কেউ হতাহত হয়নি। বোটডুবির পরপরই ১৪ জেলের সকলেই সাঁতার কেটে নিরাপদে কূলে ফিরতে সক্ষম হয়। তিনি জানান, শহরের সমুদ্র তীরবর্তী সমিতিপাড়ার আবদুর রহিমের মালিকানাধীন ঐ বিহিন্দি জালের বোটটি ১৪ মাঝিমাল্লা নিয়ে রবিবার সকালে সাগরে রওয়ানা দিয়েছিল। এরপর মাছ ধরে ঘাটে ফেরার পথে বিকাল ৫টার দিকে শহরের ডায়াবেটিক পয়েন্টস্থ উপকূলের সার্ফজোনেই এ ঘটনা ঘটে। বিহিন্দি জালের বোটগুলো উপকূলেই মাছ ধরে। এই ধরনের ছোট নৌকাগুলো সকালে রওয়ানা দিয়ে মাছ ধরে বিকালের মধ্যেই ফিরে আসে বলে জানান তিনি।.tdi_3_266.td-a-rec-img{text-align:left}.tdi_3_266.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে