![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F20%2Fbaice-2.jpg%3Fitok%3DSIeUNO8I)
পাবনার গাজনার বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের রাইশিমুল পশ্চিমপাড়ায় গাজনার বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নৌকাবাইচ প্রতিযোগিতা