![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F20%2F119886145_917356175459335_9011685143421069602_n.jpg%3Fitok%3DSahKI2Ht)
১৪ দিনের রিমান্ড শেষে ‘কোটিপতি কেরানি’ কারাগারে
অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হওয়া অফিস সহকারী আবজাল হোসেনকে ১৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জুলফিকার এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।