হিজাব পরায় প্রতিযোগিতা থেকে বাদ শিক্ষার্থী
এক শিক্ষার্থীকে হিজাব পরার কারণে স্কুল ভলিবল প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেনেস অঙ্গরাজ্যের নাশভিলের ভেলর কলেজিয়েট একাডেমিতে নবম গ্রেডের শিক্ষার্থী নাজাহ আকিলকে বাদ দেওয়া হয়। খবর ইয়াহু নিউজের।
খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে রেফারি এসে নাজাহ ও তার সহকারী কোচকে বলেন, শিক্ষার্থীর হিজাব ন্যাশনাল ফেডারেশন অব স্টেট স্কুল এসোসিয়েশন-এর নীতি লঙ্ঘন করছে। ন্যাশনাল বোর্ড দেশের মাধ্যমিক স্কুলে খেলার কিছু নির্দেশনা দেয়। নাজাহ হিজাব পরিধান করে খেলতে বিশেষ অনুমোদন লাগবে।
বিষয়টি জানা না ছিল না নাজাহ ও তার কোচের। সে ইতিপূর্বে হিজাব পরিধান করেই অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যোগাযোগের অভাব ও নিয়মের কঠোর প্রয়োগের ফলে নাজাহ কান্না করে বলেন, ‘আমি এ জন্য কাঁদছি না যে আমি কষ্ট পেয়েছি। বরং আমি কাঁদছি, কারণ আমি ক্রুদ্ধ। আমি এটাকে অন্যায় বলে মনে করি।’