জ্যাক মার সাত উপদেশ
৫ হাজার ১৩০ কোটি মার্কিন ডলারের মালিক এই চীনা উদ্যোক্তাকে বলা হয় স্টার্টআপ বিজনেসের রোল মডেল বা অনুকরণীয় ব্যক্তি। ফরচুন ম্যাগাজিন তাঁকে এ সময়ের ৫০ জন মহান নেতার একজন হিসেবে আখ্যা দিয়েছে। আর ফোর্বসের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন তিনি।
বিনিয়োগের ব্যাপারে যেমন ওয়ারেন বাফেটকে গুরু মানা হয়, তেমনি উদ্যোক্তারা কীভাবে নতুন উদ্যোগ খুঁজে বের করবেন, সে বিষয়ে তাঁর পরামর্শ যেন অব্যর্থ। এ ব্যাপারে দিয়েছেন সাত পরামর্শ। তার একটি না একটি ঠিক কাজে লেগে যেতে পারে হবু উদ্যোক্তাদের:
১। মানুষের সমস্যাগুলো সুযোগে রূপান্তরিত করা
জ্যাক মা একবার ইন্টারনেটে পানীয় খোঁজ করে দেখতে পান, চীনা কোম্পানির পানীয় সেখানে নেই। কেন ইন্টারনেটে চীনা পানীয় থাকবে না, সেটাই ছিল তাঁর উদ্বেগের কারণ। সেখান থেকে মা বুঝতে পারেন, বাজারে এ জিনিসের ঘাটতি আছে। আর সেই সমস্যা সমাধান করতে গিয়েই তিনি শুরু করেন ‘আলিবাবা’।