পেঁয়াজ আমদানিতে উদ্যোগী বড় করপোরেটরা
দেশে অস্থিতিশীল পেঁয়াজের বাজার স্বাভাবিক করার লক্ষ্যে সমুদ্রপথে পণ্যটি আমদানিতে সক্রিয় হয়েছেন শিল্পোদ্যোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এরই মধ্যে বড় পরিসরে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে এস আলম গ্রুপ। পাশাপাশি মেঘনা, সিটি ও বিএসএম গ্রুপও ঋণপত্র (এলসি) খোলা শুরু করেছে।
ভারত হঠাৎ রফতানি বন্ধের ঘোষণা দেয়ায় এবারের মতো গত বছরের সেপ্টেম্বরেও দেশে পেঁয়াজের সংকট দেখা দিয়েছিল। অস্থিতিশীল বাজার স্বাভাবিক করতে সেবারও ভারতের বাইরে বিকল্প উৎস থেকে মসলাপণ্যটি আমদানি করেছিল এস আলমসহ কয়েকটি শিল্প গ্রুপ।
গত বছরের মতো এবারো ভারত হঠাৎ রফতানি বন্ধের ঘোষণা দেয়ার পর পরই ছোট পরিসরে ব্যবসায়ীদের পক্ষ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হচ্ছিল। তবে গতকাল থেকে মূলত শিল্পোদ্যোক্তাদের কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছে। এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম প্রথম দফায় ২০ হাজার টন পেঁয়াজ আমদানির পদক্ষেপ হিসেবে আজ এলসি খুলবে। এজন্য নেদারল্যান্ডসে বুকিং কার্যক্রমও সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।