পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীকে ৫ বছর ক্ষমতায় থাকতে দেওয়া হয় না: নওয়াজ

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩

পাকিস্তানের রাজনীতিতে একসময়ের যুযুধান প্রতিপক্ষ দুই দল পিপিপি ও মুসলিম লিগের শীর্ষ নেতারা এক কাতারে এসে কথা বললেন। প্রকাশ করলেন সংহতি। আজ রোববার বিরোধী দলগুলোর এক সম্মেলনে পাশাপাশি বসেন দুই দলের নেতারা। সম্মেলনের আয়োজক এক সময়ের শাসক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

পাকিস্তানের শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক ডন-এর খবরে বলা হয়, বিরোধী দলগুলোর এই সম্মেলনে যোগ দেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন নওয়াজ) শীর্ষ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা। তবে অন্য দলের নেতাদের চেয়ে তাৎপর্যপূর্ণ হলো, বৃহৎ দুই দল পিপিপি ও পিএমএলের শীর্ষ নেতৃত্বের এক সভায় আসা, আর সেই সঙ্গে সরকারবিরোধী অবস্থানে এককাট্টা হওয়ার ইঙ্গিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও