কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্ব সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়েই ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে যুক্তরাষ্ট্র

ডেইলি বাংলাদেশ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রসহ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের (ইউএনএসসি) প্রায় সব সদস্যকে ছাড়াই একতরফাভাবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই পদক্ষেপের আইনগত কোনো ভিত্তি না থাকায় ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরান এটিকে প্রত্যাখ্যান করেছে।
রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুমকি দিয়ে বলেছেন, জাতিসংঘের কোনো সদস্য দেশ যদি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সঙ্গে একমত পোষণ না করে তবে তাদের পরিণতি ভোগ করতে হবে।

এর আগে, ২০১৫ সালে ৬টি দেশের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে বলা হয়, ইরান শর্ত মেনে চললে তাদের ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে সেটি পুনরায় আর বাড়ানো হবে না। তবে দুই বছর আগে ওই চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে জাতিসংঘের সদস্য দেশগুলোকে রোববার পর্যন্ত সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও