চাটমোহরে পাউবো’র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বহু অবৈধ স্থাপনা
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দখল করে বহু অবৈধ স্থাপনা করা হয়েছে। বাঁধের দুই পাশে জায়গা দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ দোকানপাট.ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিনই দখল প্রক্রিয়া চলছে।
এছাড়া বাঘাবাড়ি-নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে গড়ে উঠেছে পাকা-আধাপাকা শত শত বাড়ি-ঘর,দোকানপাট,বাজার। এমনকি বাঁধের পাশের জলাশয় দখল করে মাছ চাষ করেছে এলাকার প্রভাবশালীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চুপ। জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অভিযোগ, পাউবো’র কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে চলছে এই দখল বাণিজ্য।