গাড়ি নির্মাণ শিল্পে টেসলার বিপ্লবে রাজত্ব করবে কে?
সাম্প্রতিক সময়ে টেসলার প্রধান এলন মাস্ক এবং ভক্সওয়াগনের চেয়ারম্যান হার্বার্ট ডায়েসকে এক সঙ্গে একটি ভিডিওতে দেখা গেছে। তাদের মধ্যে কি নতুন কোনো চুক্তি হয়েছে? যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি ভক্সওয়াগন।
গাড়ির বাজারে এই দু'টি প্রতিষ্ঠান একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তাই এলন মাস্কের সঙ্গে হার্বার্টকে দেখতে পাওয়া একটি বিরল ঘটনাই বটে। এলন মাস্কের হাত ধরে ইলেক্ট্রিক গাড়ির সঙ্গে পরিচিত হয়েছে বিশ্ব। দীর্ঘদিন ধরেই গাড়ির বাজারে এ ধরনের গাড়ির চাহিদা বাড়তে শুরু করেছে।
তাই তাদের মধ্যে এই বৈঠককে গাড়ির শিল্পে ইলেক্ট্রিক যানের গুরুত্বপূর্ণ বিপ্লব হিসেবেই দেখা হচ্ছে। ফলে পেট্রোল থেকে ইলেক্ট্রিক নির্ভরতার দিকেই এগিয়ে যাচ্ছে গাড়ি শিল্প। আর তা থেকেই প্রশ্ন জাগছে এই বিপ্লবের ফলে ইলেক্ট্রিক গাড়ির বাজারে রাজত্ব করবে কে?
এই প্রযুক্তিতে গাড়ি চালানোর ব্যাটারি, মোটরের সাথে সামঞ্জস্য রেখে গাড়ি পরিচালনা নিশ্চিত করার জন্য বিভিন্ন সফ্টওয়্যারের প্রয়োজন হয়। এছাড়া এ ধরনের গাড়ি চালক ছাড়া একাই যেন চলতে পারে তার জন্যও বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেয়া হয়ে থাকে।