প্রায় ৭০ বছর আগে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে হটানো নিয়ে সম্প্রতি এক তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। মোহাম্মদ মোসাদ্দেক তেহরানে জন্মগ্রহণকারী একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তিনি পুরোপুরি গণতান্ত্রিক পন্থাতেই ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তাকে সরে যেতে হয় সিআইএ ও ব্রিটিশ এসআইএস গোয়েন্দা দলের চক্রান্তে ঘটা অভ্যুত্থানের মাধ্যমে। তিনি গনতন্ত্রকে সামনে নিয়ে আসেন ও বিদেশীদের বলয় থেকে ইরানকে আধুনিকতার দিকে নিতে যেতে চেষ্টা চালান। তার সঙ্গে ব্রিটিশ ও মার্কিনীদের দ্বন্দ্ব তৈরি হয় ইরানের তেলক্ষেত্র গুলোকে নিয়ে। তিনি তার দেশের তেলক্ষেত্র গুলোকে জাতীয়করণের উদ্যোগ নেন; যার ফলে ব্রিটিশ ও মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হয়। এতে তার কোন ব্যক্তিগত স্বার্থ ছিল না, ছিল শুধুই জাতীয় স্বার্থ রক্ষার চেষ্টা। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা মার্কিনীদের সাহায্যে তৎকালীন শাহ রেজা পাহলভির সঙ্গে ষড়যন্ত্র করে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে ১৯৫৩ সালের ১৯ আগস্টে। পশ্চিমা দেশগুলো এটিকে অপারেশন অ্যাজাক্স বললেও ইরানের বর্ষপঞ্জির তারিখ অনুযায়ী এটিকে ২৮ মর্দাদ ১৩৩২ অভ্যুত্থান হিসেবেই বিবেচনা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.