চালকুমড়া খেলে দূরে থাকে রোগব্যাধি
ঢাকা টাইমস
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৭
চালকুমড়া বাংলাদেশের জনপ্রিয় ফল জাতীয় সবজি। সংস্কৃত ভাষায় একে ‘কুষ্মাণ্ড’ বলা হয়। বাজারে আমরা দু রকমের কুমড়া দেখতে পাই— লাল বা হলুদ কুমড়া। আর সাদা চালকুমড়া। দামে অপেক্ষাকৃত কম হলেও দু ধরনের কুমড়াই গুণের আধার।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য উপকারিতা
- চালকুমড়া